ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নিয়মিত আয়কর দেওয়া নৈতিক দায়িত্ব: আ জ ম নাছির  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:১৯, ৩০ নভেম্বর ২০১৮

চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিয়মিত যথাযথভাবে আয়কর দেওয়া সকল সামর্থ্যবান নাগরিকের নৈতিক দায়িত্ব।     

আজ শুক্রবার বন্দরনগরীর আগ্রাবাদে আয়কর দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আয়কর বিভাগ-চট্টগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়কর চট্টগ্রাম কার্যালয়ের সামনে থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।  

নাছির উদ্দীন বলেন, ‘বাংলাদেশ একসময় গরীব ছিলো, এখন স্বল্পোন্নত দেশ হয়েছে। আমরা আশার আলো দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত দেশ পরিচালনা ও সরকারি কর্মকর্তাদের পরিশ্রমে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘কিছু দিন আগে সফলতার সঙ্গে আয়কর মেলা হলো। এতে মানুষ আয়কর দেয়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন। এখন অনেকে সপ্রণোদিত হয়ে আয়কর দিচ্ছেন।’

আয়কর বিভাগকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, আয়কর দেওয়া স্বাধীন দেশের নাগরিকদের দেশপ্রেমের অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যভূমির শিল্পীরা। অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চলের কমিশনার, আপিল ট্রাইব্যুনালের কমিশনার, কর আইনজীবী ও কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি