ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ তরুণী আটক

প্রকাশিত : ১৮:০৫, ১ ডিসেম্বর ২০১৮

নভোএয়ারে একটি ফ্লাইটে ঢাকা যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নাফিজা আকতার (২১) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেল পৌনে ৩টার দিকে কক্সবাজার বিমানবন্দরে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার ভ্যানিটি ব্যাগে ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়। আটক নাফিজা পঞ্চগড় জেলার মিঠাপুকুর এলাকার মো. রফিকের মেয়ে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/ তদন্ত) খাইরুজ্জামান বলেন, কক্সবাজার বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তল্লাশির সময় আটক নাফিজা আকতারের কাছে ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে কক্সবাজার সদর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে ইয়াবাসহ নাফিজাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

খাইরুজ্জামান আরও বলেন, গ্রেফতারতকৃত নাফিজা আকতারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি