ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শার্শার সীমান্তে ১৮২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ৩ ডিসেম্বর ২০১৮

যশোরের শার্শা সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা ১ হাজার ৮শ’২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি সদস্যরা। রোববার অগ্রভুলোট সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।  

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার অগ্রভুলোট সীমান্তের ইছামতি নদীর খাল পাড় ঘেঁষে দুই জন চোরাকারকারী আসার সময় বিজিবি’র একটি টহলদল তাদের ধাওয়া দিলে তাদের হাতে থাকা পলিথিন ফেলে পালিয়ে যায়। পরে পলিথিন ক্যাম্পে নিয়ে এসে খুলে তার মধ্যে ১ হাজার ৮শ’ ২৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার ইয়াবা ট্যাবলেট জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে যা পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি