ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩৬, ৩ ডিসেম্বর ২০১৮

গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর সংলগ্ন হালডোবা নামক স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। 

সোমবার সকাল ৮টার দিকে ওই এলাকার কাপাসিয়া-রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তারাশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আব্দুস সামাদ (৬৫)।

ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, সোমবার সকালে যাত্রীবাহী বাসটি কাপাসিয়া থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী লেগুনাটি কাপাসিয়ার দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে হালডোবা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা আটক করা হয়েছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি