ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

খুলনায় গ্যাসের আগুনে চারজন দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ৩ ডিসেম্বর ২০১৮

খুলনার খালিশপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে জমে থাকা গ্যাসের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার রাতে তৈয়বা কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, রোববার রাতে গ্যাসের চুলা ধরাতে গেলে রান্নাঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি