ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২৫

সাভারে বিরল প্রজাতির বানর উদ্ধার

প্রকাশিত : ২৩:৪৩, ৪ ডিসেম্বর ২০১৮

রাজধানী ঢাকার নিকটবর্তী সাভারে চারাবাগ এলাকায় জনতার হাতে আটক হওয়ার তিনদিন পর শেকলে বাঁধা অবস্থায় বিরল প্রজাতির একটি বানর উদ্ধার করা হয়েছে।

ঢাকার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের তৎপরতায় চারাবাগ এলাকার একটি খোলা জায়গায় গাছের সাথে শেকলে বাঁধা অবস্থায় বানরটিকে উদ্ধার করা হয়।

বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট সূত্র জানায়, গত শনিবার দুপুরে সাভারের চারাবাগ এলাকায় বানরটিকে দিকবিদিক ঘূড়তে দেখেন একদল যুবক বানরটিকে আটকের চেষ্টা করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর বানরটিকে ইট-পাটকেল ছুড়ে আহত করার পর আটক করতে সক্ষম হয়। পরে বানরটিকে গাছের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখা হয়।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, বানর আটকের খবর পেয়ে সোমবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে শেকলে বাঁধা অবস্থায় সেটিকে উদ্ধার করা হয়েছে। বিশাল আকৃতির এই প্রজাতির বানর সচরাচার চোখে পরে না। বানরটি কিছুটা আহত থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরবর্তীতে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক মিহির কুমার দে’র তথ্যাবধানে বানরটিকে গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি