ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ৭ ডিসেম্বর ২০১৮

নরসিংদীর শিবপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আবুল কালাম বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মনোহরদী থেকে নরসিংদীগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি