ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

হবিগঞ্জে সায়হাম টেক্সটাইল মিলে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:১৭, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লেগেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নোয়পাড়ায় অবস্থিত গুদামে আগুন ধরে যায়। 
আজ মঙ্গলবার সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
মাধবপুর উপজেলার নোয়পাড়ায় অবস্থিত সায়হাম টেক্সটাইলের মালিক জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সল।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, রাত ১টার দিতে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি