ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাস ও মাদকমুক্ত সীতাকুণ্ড গড়তে নৌকায় ভোট দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২৩:০৯, ১১ ডিসেম্বর ২০১৮

সন্ত্রাস ও মাদকমুক্ত সীতাকুণ্ড গড়তে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব দিদারুল আলম।          

মঙ্গলবার বিকেল ৩ টায় জঙ্গল ছলিমপুর বেগম ফজিলাতুন্নেছা মজিব বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে তিনি। 

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ইসরাফিল এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্যে রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক,সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দীন সাবেরী, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক আজম খান, ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাাপতি গোলাম মহি উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে করিম নিউটন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আমজাদ হোসেন প্রমূখ।  
 
এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি