ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোনায় যুবলীগের মিছিলে পেট্রোল বোমা হামলায় আহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪৯, ১৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নেত্রকোনার আটাপাড়া ব্রুজের বাজার এলাকায় সন্ধ্যায় যুবলীগের মিছিলে পেট্রোল বোমা হামলার ঘটনায় যুবলীগ সভাপতি নিজাম উদ্দিনসহ অন্তত ৬ জন আহত হযেছেন।

আটপাড়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, নির্বাচনী প্রচারণা কাজে আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের নৌকার প্রতীকের পক্ষে মিছিল নিয়ে যাচ্ছিল যুবলীগ নেতাকর্মীরা। ব্রুজের বাজার ব্রিজে ওঠার সময় পেট্রোল বোমা হামলা চালানো হয়।

এতে ৬ জনের মতো আহত হন। আহতদের আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রোল ব্যবহৃত দুটি বোতল ও লাঠিসোঠা উদ্ধার করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি