ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:০৬, ১৪ ডিসেম্বর ২০১৮

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউছুফ জালাল বাহাদুর (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় পাঁচ পুলিশ সদস্যও আহত হন। বাহাদুরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে এক ডজনের বেশি মামলা রয়েছে। তিনি ছোট হাবিব পাড়ার খলিলুর রহমানের ছেলে।

শুক্রবার ভোরে টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ বলেন, ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী ইউছুফ জালাল বাহাদুরকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার ভোরে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। ছোট হাবিব পাড়ায় পৌঁছালে বাহাদুরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে টেকনাফ মডেল থানার এসআই শরীফুল ইসলাম, এএসআই ফারুকুজ্জামান, কনস্টেবল রুবেল শর্মা, ইব্রাহীম, মহি উদ্দিন আহত হন। এ সময় পুলিশও আত্মরক্ষায় গুলিবর্ষণ করলে বাহাদুরের সহযোগিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বাহাদুরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজারে রেফার করে। কক্সবাজার নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি