ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

বিভেদ ভুলে সীতাকুণ্ডে এক হলেন দিদার, মামুন,বাকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১৯ ডিসেম্বর ২০১৮

নিজেদের মধ্যে বিভেদ ভুলে নৌকার প্রার্থী দিদারুল আলমের জন্য ভোট চাইলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাকের ভুঞা।         

বুধবার বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আযোজিত নৌকা প্রতিকের কর্মী সভায় এ দুই নেতা দিদারুল আলমের জন্য নৌকা মার্কায় ভোট চান।

এস এম আল মামুন বলেন, সব বিভেদ ও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে শেখ হাসিনার মনোনীত প্রার্থী দিদারুল আলমকে জয়ী করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।  

বাকের ভুঞা তার বক্তব্যে, সীতাকুণ্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দিদারুল আলমকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।   

বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শাহজাহানের পরিচালনায় কর্মী সভায় আরও বক্তব্য রাখেন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ভবতোষ নাথ, উপজেলা আওয়ামী লীগ নেতা আরশাদ মাহমুদ সোহাগ, নাসিম চৌধুরী, কামরুল হায়দার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব, সফিউল আলম, আবু তাহের (সওদাগর), কামরুজ্জামান, আবুল হোসেন বাবুল, ইকবাল চৌধুরী, যুবলীগ নেতা জয়নাল আবেদিন টিটু, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন আদিল, শাহাদাত হোসেন কামরুল, আশরাফ জিকু, প্রমুখ ।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি