ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানিকগঞ্জে উৎসব আমেজে নির্বাচনি প্রচার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মানিকগঞ্জের তিনটি আসনে উৎসব আমেজে চলছে নির্বাচনি প্রচার। প্রার্থীরা ছুটছেন ভোটাদের বাড়ি বাড়ি। চলছে সভা-সমাবেশ বৈঠক। দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। যোগ্য প্রার্থী বেছে নেয়ার সমীকরণ কষছেন ভোটাররা।

রাজধানী ঢাকার কাছে ১৩ হাজার ৮৩ দশমিক ৬৬ বর্গ কিলোমিটার আয়তন আর সাতটি উপজেলা নিয়ে মানিকগঞ্জ জেলা। ঘিওর-দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১; সিংগাই-হরিরামপুর এবং সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আর সাটুরিয়া ও সদর উপজেলার ৭ ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-৩ আসন।

জেলার তিনটি আসনে আওয়ামী লীগ-বিএনপিসহ এবার ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রয়েছে জাতীয় পার্টি, বিকল্পধারা, তরিকত ফেডারেশন, ইসলামী আন্দোলন, মুসলিম লীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও স্বতন্ত্র প্রার্থীও।

ভোটের দিন ঘনিয়ে আসায় গতি বেড়েছে প্রচারে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ এবারও নৌকার প্রার্থীকে জয়ী করবে বলে মনে করেন আওয়ামী লীগ প্রার্থীরা।

বসে নেই বিএনপিও। প্রচার চালাচ্ছেন সমানতালে। সুষ্ঠু ভোট হলে ৩টি আসনেই তাদের জয় হবে বলে মনে করেন প্রার্থীরা।

ভোটারদের মাঝেও চলছে নানা সমীকরণ। সৎ, যোগ্য ও উন্নয়নকামী প্রার্থীকেই বেছে নেয়ার কথা জানায় তারা।

মানিকগঞ্জের তিনটি আসনে ভোটার ১১ লাখ ১২ হাজার ১৫৯।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি