ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় মাছের ঘের ও পুকুর পাড়ে সবজি চাষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ২০ ডিসেম্বর ২০১৮

সাতক্ষীরায় মাছের ঘের ও পুকুর পাড়ে সবজি চাষ বেড়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায়, মাছের পাশাপাশি, সবজি উৎপাদনে ঝুঁকছেন অনেকে।

সাতক্ষীরা সদর, তালা ও কলারোয়া উপজেলাসহ, বিভিন্ন স্থানে মাছের ঘের ও পুকুরপাড়ে সবজি চাষ হচ্ছে। এর মধ্যে অন্যতম করলা, ঢেড়শ, সিম, লাউ, কুমড়া, পুঁইশাক ও চিচিঙ্গা।

৪ বিঘা জায়গায় মাছ ও সবজি চাষে খরচ হয় ২ লাখ টাকা। আয় হচ্ছে অন্তত ৩ লাখ টাকা। তবে সবজি রোগে আক্রান্ত হলে, কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ চাষিদের। আছে সবজির উপযুক্ত মূল্য না পাওয়ার অভিযোগও।

সাতক্ষীরায় এবার সমতল, ঘের ও পুকুরপাড় মিলে  ৫ শ হেক্টর জায়গায় সবজি চাষ হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি