ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ২২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫১, ২২ ডিসেম্বর ২০১৮

গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার ভোরে উপজেলার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার এসআই মো. তারিফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রংপুর সদর থানার কলেজপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে ট্রাকচালক মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।

এসআই মো. তারিফুজ্জামান জানান, শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকটি থামিয়ে এর নিচে চালক টায়ার বদলানোর কাজ করছিলেন। এ সময় টাঙ্গাইলগামী আরেকটি সিমেন্টভর্তি ট্রাক বালুভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন ধাক্কা দিলে সিমেন্টভর্তি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সিমেন্টভর্তি ট্রাকচালক মিজানের মৃত্যু হয়। এ সময় আহত হন দাঁড়িয়ে থাকা ট্রাকচালক দেলোয়ারসহ তিনজন। তাদের মির্জাপুর কুমুদীনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে দেলোয়ারের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি