ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ২২ ডিসেম্বর ২০১৮

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশী পিস্তল ১০ রাউন্ড গুলি ১৫’শ বোতল ফেন্সিডিলসহ রফিক ও মিজান নামের দুই অস্ত্র এবং মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার মাদক,অস্ত্র বহনকৃত ট্রাকটি জব্দ করে বাসন থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে  দুইদিন প্রচেষ্টার পর দুপুরে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে টঙ্গীর উদ্দেশ্য আসা ট্রাকটি তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি