ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে পুড়েছে সারাহ পাটকল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৮, ২৪ ডিসেম্বর ২০১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাহারা জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার শেড এবং ভেতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, সোমবার ভোরে প্রথমে ওই কারখানার শেডে আগুন লাগে এবং দ্রুত তা গুদামে ছড়িয়ে পড়ে। গুদামে পাট, সুতা ও পাটজাত পণ্যসহ বিভিন্ন দাহ্য উপকরণ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি