ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঢাবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি

প্রকাশিত : ১৬:০৮, ২৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০৯, ২৪ ডিসেম্বর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০১৯-২১ নির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এফবিসিসিআইর পরিচালক নাগিবুল ইসলাম দিপু সভাপতি ও অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সহসভাপতি পদে যথাক্রমে মো. সিরাজুল ইসলাম, মো. জালাল উদ্দিন আকন্দ, ড. নাসরিন ওয়াদুদ, মো. হুমায়ুন কবির ও শেখ সালাহউদ্দিন আহমেদ; যুগ্ম সম্পাদক মো. হারুন অর রশীদ ও মো. মাসুদুর রহমান; কোষাধ্যক্ষ রেজোয়ানুল হক; সাংগঠনিক সম্পাদক এ এইচ এম মনিরুজ্জামান, নাসিমা সুলতানা, মাসুম পাটোয়ারী, মো. শাহনুর আলম ও তাহমিনা রহমান রাখি; দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম; প্রকাশনা সম্পাদক মো. সেলিম হোসেন।

এছাড়াও প্রচার সম্পাদক এ টি এম আরেফ; সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন্নাহার বেগম; সমাজকল্যাণ সম্পাদক রওশন আরা রানী ও ক্রীড়া সম্পাদক মাকসুদুর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হয়েছেন ফারুকুল ইসলাম, মো. সিরাজ উদ্দিন, এম আরশাদ আলী, লুৎফুন্নেছা হেলেন, ড. মো. মাহমুদুর রহমান, অধ্যাপক যোগেন্দ্র কুমার মণ্ডল, মো. সানাউল হক, জাফর সিদ্দিকী, মো. গোলাম রসুল, মঞ্জুর কাদের খান, মো. শোয়াইবুর রহমান, এম শামসুদ্দিন ইলিয়াস, মো. নাজির আহমেদ, মো. নুরুল ইসলাম, ছায়া ভট্টাচার্য, লায়লা তাবাসসুম চৌধুরী, নাজনীন জাহান পলাশ, মো. রফিকুল ইসলাম ও মো. মাহাবুবুর রহমান। (সংবাদ বিজ্ঞপ্তি)।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি