ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়া যৌনপল্লীর নাম পরিবর্তনের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে দেশের বৃহত্তম যৌনপল্লী অবস্থিত। শত বছরের এই পুরনো পল্লীর বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্রে গ্রামের নামের স্থানে লেখা হয়েছে ‘পতিতালয়’। যে কারণে প্রতিক্ষেত্রে লাঞ্ছনা ও অধিকারবঞ্চিত হতে হচ্ছে তাদের।

ওই যৌনপল্লীর একাধিক বাসিন্দা জানান, তাদের সন্তানদের স্কুলে ভর্তি, চিকিৎসা সেবা নিতে গেলে বা কেউ মারা যাওয়ার পর মৃত্যুসনদ নিতে গেলে পরিচয়পত্র প্রয়োজন। কিন্তু পরিচয়পত্রে পতিতালয় লেখা থাকায় সমাজের মানুষেরা তাদের ছোট করে দেখে।

তারা জানান, বাবা বা স্বামীর সম্পত্তি লাভ, জমি বেচাকেনা, সন্তানকে ভালো স্কুলে ভর্তি করা, বিকল্প পেশায় চলে যাওয়া প্রভৃতি ক্ষেত্রে তাদের গ্রামের এই ‘পতিতালয়’ নাম কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী জানান, বিষয়টি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তাকে ফোন করেছিলেন। গ্রামের নাম সংশোধন করা হবে বলেও জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি