ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাশরাফির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মকর্তার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:২১, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নিরাপত্তাবহরে থাকা মো. মনিরুজ্জামান মিন্টু (৪০) নামে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. শরফুদ্দিন।

বৃহস্পতিবার বিকেলে লোহাগড়া উপজেলার দেবীগ্রামে বুকে ব্যথা অনুভব করছিলেন কর্তব্যরত মনিরুজ্জামান। পরে অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. মনিরুজ্জামান গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি