ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশার ২ যাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- বড় তাকিয়া রেলগেট এলাকার সালেহ আহম্মদের ছেলে সুলতান (২৮) ও তার মেয়ে ইসরাত মুনতাহা (১)।

এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রোজিনা আক্তার ও রিকশাচালক বড় তাকিয়া এলাকার নিচিন্তগ্রামের নেজাম উদ্দিন। রোজিনাকে গুরুতর আহত অবস্থায় মোস্তার নগর হাপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকটি অপরদিক থেকে এসে ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে শিশুসহ দুই জন নিহত হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি