ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ৩০ ডিসেম্বর ২০১৮

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মহাজোটের কর্মী বলে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা।

শনিবার রাত ১০টার দিকে দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় রাকিব হোসেন ও জহির নামের দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে বেশ কয়েকটি ফাঁকা আওয়াজের শব্দ শুনেন স্থানীয়রা। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হন। এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি ডোবায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। 

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি