ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পটিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ৩০ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দ্বীন মোহাম্মদ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার কুসুমপুর ইউনিয়নে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দ্বীন মোহাম্মদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি