ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে নৌকার এজেন্টকে গলা কেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৩০ ডিসেম্বর ২০১৮

নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটেছে। এ সময় মিলন মিয়া নামে নৌকার এক এজেন্টকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ-বিজিপি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ভোট কেন্দ্র থেকে বেশ কয়েকটি ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফলে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাহাববু মৃধা জানিয়েছেন, রোববার বেলা ১১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহন কেন্দ্র পরিদর্শন করে চলে যায়। পরে বেলা ১২টার দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। ওই সময় জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে নৌকার সমর্থকরা। এছাড়াও সিরাজুল ইসলাম মোল্লাকে একটি কক্ষে তালা মেরে অবরোদ্ধ করে রাখে। পরে আধা ঘণ্টার পর তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নৌকার এজেন্ট মিলন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি