ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ১৯:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৮

রাজশাহীর পুঠিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে সারোয়ার হোসেন (৩০) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের উপজেলার ঝলমলিয়া কাঁঠালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সারোয়ার হোসেন জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ওমরগাড়ি এলাকার রমজান আলীর ছেলে।

দুর্ঘটনায় আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক মুকিব আলী (৩৫)। মুকিব পাবনার সুজানগর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দিহারামপুর এলাকার আহেদ আলীর ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের পবা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, সকালে মহাসড়ক ধরে ইটবোঝাই ট্রলি নিয়ে চারঘাটের দিকে যাচ্ছিলেন সারোয়ার। পথে বিপরীতমুখি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মকভাবে আহত হন ট্রলিচালক সারোয়ার। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি