ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যশোরে ব্যবসায়ী খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:০৮, ২ জানুয়ারি ২০১৯

যশোর শহরে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে মহিদুল ইসলাম সাফা (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। যশোর কোতোয়ালী থানর ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত সাফা বেনাপোলের ধান্যখোলা গ্রামের নবিস উদ্দিনের ছেলে বলে জানা গেছে। তিনি আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মোতালেব হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি একটি মোটরসাইকেলে করে সাফাকে সঙ্গে নিয়ে ঈদগাহ মোড়ে গিয়েছিলেন। মোটরসাইকেলটি মাসুদ কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানের সামনে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে আরেকটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত সেখানে হাজির হয়ে ধারালো অস্ত্র দিয়ে সাফার গলায় আঘাত করে দ্রুত চলে যায়। এরপরই সাফাকে পড়ে যেতে দেখে তাকে দ্রুত ধরে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি