ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১০:২০, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মেহেরপুর সদর উপজেলায় দু’দল মাদক বিক্রেতার মধ্যে কথিক বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে মাদক নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশ্যুটার গান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গুলির শব্দ শুনে একদল টহল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলে সেখানে একটি লিচু বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি