ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে মৃত ঘোষণার পর দাফনের আগে কেঁদে ওঠা নবজাতক আর নেই

প্রকাশিত : ০৯:২৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ২৮ মার্চ ২০১৭

ফরিদপুরে মৃত ঘোষণার পর দাফনের আগে কেঁদে ওঠা নবজাতক গালিবা হায়াত মারা গেছে। রোববার রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু হয় তার। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করবে। এরপর বিকেলে গালিবার মৃতদেহ শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হবে। শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে শিশুটিকে ঢাকায় আনা হয়। তখন থেকেই শিশুটিকে নিবিড় পরিচর্যায় রাখা হলেও শঙ্কামুক্ত ছিলনা বলে জানায় চিকিৎসক। গেলো ২২ সেপ্টেম্বর ফরিদপুরের একটি বেসরকারী হাসপাতালে অপুষ্ট শিশুটির জন্ম হলে কোন নড়াচড়া না করায় তাকে মৃত ভেবে দাফনের প্রস্তুতি নেয় পরিবার। দাফনের আগে নড়ে উঠলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি