ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় নিহত ৩

প্রকাশিত : ১২:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ২৮ মার্চ ২০১৭

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছে। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ইসলামাবাদ এলকায় দিগন্ত পরিবহনের একটি বাস বিকল হলে চালকসহ তিনজন মহাসড়কের পাশেই বাসটি মেরামত করছিলো। এসময় একটি ট্রাক পেছন থেকে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মোজাম্মেল, হেলপার মিজান ও কন্ট্রাক্টর ওবায়দুল্লাহর মৃত্যু হয়। পরে নিহতদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি