ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্রাইমমুভার ট্রেইলর মালিক-শ্রমিকদের ধর্মঘট

প্রকাশিত : ১৮:২৮, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০১, ২৮ মার্চ ২০১৭

চট্টগ্রামে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইমমুভার ট্রেইলর মালিক-শ্রমিকদের ধর্মঘট শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটা থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের সমর্থনে সকাল থেকে বন্দর এলাকায় মিছিল সমাবেশ করেছে পরিবহন-মালিক শ্রমিকরা। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয় ৩৩ টনের বেশী পন্য পরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানিয়েছেন মালিক-শ্রমিকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি