ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে বাস দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১৭ জানুয়ারি ২০১৯

টাঙ্গাইলে বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে দুজন নিহত হয় ও আরও ২০ জন আহত হয়।    

বৃহস্পতিবার দুপুরে বাংড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওভারটেক করতে গিয়ে প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুজন নিহত হয়েছেন।   

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এসি
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি