ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরের লালপুরে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ২০ জানুয়ারি ২০১৯

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকায় জামিরুল ইসলাম(৪০)নামে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বেলা দেড়টার দিকে পৌরসভার বিরোপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম বিরোপাড়া মহল্লার কমর উদ্দিনের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ও এলাকাবাসী জানান, স্থানীয় যুবলীগকর্মী জাহারুল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

মানববন্ধন শেষে কাউন্সিলর জামিলুর রহমান লালপুর উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাউন্সিলর জামিলুর রহমানকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা পরিষদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি