ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ডেসকো’র কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ২০ জানুয়ারি ২০১৯

গাজীপুরে বেড়াতে আসা ডেসকো’র কর্মচারী জালাল উদ্দিনের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জালাল জামালপুর জেলা সদরের দারিকাজালি এলাকার মৃত সাহেব আলীর ছেলে। জালাল উদ্দিন ডেসকো’র ঢাকার আজিমপুর অফিসে ফোরম্যান পদে চাকুরি করতেন।   

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ও নিহতের মেয়ে স্বপ্না জানান, শনিবার রাতে জালাল উদ্দিন গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানার বারৈই বাড়ি এলাকার তার শ্বশুর (মৃত আলী আজগর খান) বাড়ি বেড়াতে আসেন।

রবিবার সকালে পাশের ভাদুন (নাগপাড়া) এলাকার জঙ্গলের একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় জালাল উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন জালাল। ধারণা করা হচ্ছে, বেড়াতে আসার পথে তিনি গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসি

   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি