ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন পুড়ে ছাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২১ জানুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জে জেলা পরিষদ বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন। সোমবার ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। 

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করেই জেলা পরিষদ সংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। দ্রুত চারদিকে তা ছড়িয়ে পরে।

এতে বস্তির প্রায় অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন পুড়ে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমান এখনো জানা যায়নি। আগুনে নি:স্ব হয়ে গেছে বস্তিবাসি।

এমএইচ/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি