ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে বাসের ধাক্কায় নিহত ১

প্রকাশিত : ০৮:৪২, ২২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৩১, ২২ জানুয়ারি ২০১৯

মেহেরপুর সদর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মইনুদ্দিন হোসেন (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজনগর দ্বীনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মইনুদ্দিন সদর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত নুরুল মিয়ার ছেলে বলে জানা যায়।

ওসি রবিউল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মইনুদ্দিন নামের এক ব্যক্তি রাজনগর গ্রামের দ্বীনদত্ত ব্রিজের কাছে লোকাল বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি