ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

প্রকাশিত : ১০:৪১, ২৪ জানুয়ারি ২০১৯

কক্সবাজারের টেকনাফ ও মহেশখালী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী আর একজন ডাকাত।

আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়াঘাট এলাকায় এবং মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের শামলাপুর ঢালায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

এর মধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন দুই মাদক ব্যবসায়ী আর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এক ডাকাত।

নিহতদের মধ্যে শুধু মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের হংসু মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা হেলাল উদ্দিনের পরিচয় জানা গিয়েছে। পুলিশ দাবি, সে একজন চিহ্নিত ডাকাত।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি