ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ১৪:৪৩, ২৪ জানুয়ারি ২০১৯

লক্ষ্মীপুরে পিকআপভ্যানের চাপায় মিজানুর রহমান রুবেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সদর থানার ওসি তদন্ত মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় লক্ষ্মীপুর সড়ক বিভাগ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রামগতি-লক্ষ্মীপুর সড়কের পেট্রোল পাম্প এলাকা ও মিয়া রাস্তার মাথা নামক স্থানে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত রুবেল পৌর শহরের আবির নগর এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে ও দক্ষিন টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর থেকে রামগতির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাম্বার বিহীন একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে এসে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী রুবেলকে চাপা দেয়। এ সময় পিকআপ ভ্যানের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি