ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৮:৪৪, ২৬ জানুয়ারি ২০১৯

কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় জেলা যুবলীগ নেতা ইউসুফ মনির (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তার তার ছোট ভাই ইয়াকুব সুমন (৪৫) গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার রাত ৯টার দিকে শহরের ঈশাখাঁন রোডে মাধবী প্লাজার সামনে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাঁচ যুবককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে রামদা, চাপাতি,কিরিচ ও অন্যান্য অস্ত্রসস্ত্র নিয়ে শতাধিক যুবক প্রথমে ইউসুফ মনিরের ওপর হামলা চালায়। এ সময় তার ছোট ভাই পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন ছুটে আসলে তার ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদেরকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইউসুফ মনিরকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি