থমকে আছে নওগাঁ-রাজশাহী সড়ক সম্প্রসারণ (ভিডিও)
প্রকাশিত : ১৭:১৭, ২৬ জানুয়ারি ২০১৯
থেমে আছে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১১ কিলোমিটার উন্নয়ন কাজ। খোয়া ও পাথর ফেলা হলেও, বিদ্যুতের খুঁটির কারণে দেয়া যাচ্ছে না পিচ ঢালাই। খানাখন্দ ও ধুলায় সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ।
দশ মাসে বেশ দ্রুত এগিয়েছে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদর অংশের কাজ। শেষ হয়েছে খোয়া ও পাথর ফেলা। কিন্তু বিদ্যুতের খুঁটির কারণে দেয়া যাচ্ছে না বিটুমিন।
বাইপাস মোড় থেকে শহরের দিকে ১১ কিলোমিটার এই রাস্তা ভরে গেছে খানাখন্দে। ধুলায় সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। সকাল-বিকাল পানি দিয়েও তেমন লাভ হচ্ছে না।
বিদুতের খুঁটি না সরালে পিচ ঢালাই সম্ভব নয় বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান।
খুঁটি অপসারণের জন্য নেসকোকে প্রায় ৮ কোটি টাকা দেয়া হয়েছে বলে জানায় সড়ক ও জনপদ বিভাগ।
এ বিষয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের নওগাঁ প্রকৌশলী সুব্রত কুমার দাস ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
নেসকোর ঠিকাদাররা বলছেন, কোম্পানি থেকে সরঞ্জাম না পাওয়ায় তারা কাজ করতে পারছেন না।
জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে, সড়কটির উন্নয়নকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নওগাঁবাসী।
আরও পড়ুন