ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে ইটবোঝাই ট্রাক তুরাগে, ২ লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:২০, ২৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৪৪, ২৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাভারে আশুলিয়ায় ওভারটেক করতে গিয়ে ইটবোঝাই ট্রাক তুরাগ নদীর ৪০ ফিট গভীরে তলিয়ে গেছে। এ ঘটনার পর ট্রাকচালকসহ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দু’জন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারে কাজ করছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন- চালক মুজাহিদ ও হেলপার শাহিন। তাদের বাড়ি শেরপুরে শাহীন ঝিনাইগাতি থানার ঘাগড়া গ্রামে। এছাড়া নিখোঁজরা হলেন- শেরপুরের শিপন ও নৈশপ্রহরী কাদের। তাদের বাড়ি ময়মনসিংহে।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, মঙ্গলবার সকালে ট্রাকটি আশুলিয়া থেকে ইটবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। পথে মরাগাঙ্গ এলাকায় ব্রিজে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে তলিয়ে যায় ট্রাকটি। এ সময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়ে। 

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি