ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১১:৫৬, ২৯ জানুয়ারি ২০১৯

মাদারীপুরে সাইফুল সরদার (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইফুল কালকিনি উপজেলার উত্তর চিরাইপাড়া গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে। আজ মঙ্গলবার ভোরে শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, প্রাথমিকভাবে সেটি ধারণা করা যাচ্ছে না। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে শহরের ডিসি ব্রিজ এলাকায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, ভোরে ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি