ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিকিৎসক সংকটে বরগুনা হাসপাতাল (ভিডিও)

প্রকাশিত : ১০:৩৭, ৩০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মাত্র ১০ ভাগ চিকিৎসক দিয়ে চলছে বরগুনা জেনারেল হাসপাতাল। যে কয়জন আছেন, তারাও নিয়মিত উপস্থিত থাকছেন না। ব্যস্ত থাকেন প্রাইভেট ক্লিনিকে। ফলে প্রতি দিনই ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

১০০ শয্যার বরগুনা জেলারেল হাসপাতাল। চিকিৎসকের পদ আছে ৪২টি। এর মধ্যে সিনিয়র কনসালটেন্ট এর ১০টি পদ বছরের পর বছর শূন্য রয়েছে। জুনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেন দুই জন। তারাও সপ্তাহে দুদিনের বেশি আসেন না বলে অভিযোগ আছে। সার্জারি ও এনেশথেসিয়াসহ গুরুত্বপূর্ণ অনেক পদ-ই খালি। সব মিলে হাসপতালটিতে কাজ করেন মাত্র ৫ জন চিকিৎসক।

অভিযোগ রয়েছে, ডাক্তার-নার্সরা জড়িয়ে পড়েছেন চিকিৎসা বাণিজ্যে। বিভিন্ন ক্লিনিক ও প্যাথলজি থেকে কমিশন নেয়া, বাইরের ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ, অনেক অনিয়মে জড়িত তারা।

কিন্তু এসব অভিযোগের কোনোটিই সত্য নয় বলে দাবি কর্তৃপক্ষের।

তবে, অনিয়মে কথা স্বীকার করেছেন সিভিল সার্জন। মন্ত্রণালয়ে বিষটি জানানোর পরও কোনো লাভ হচ্ছে না বলে জানান তিনি।

বরগুনা জেলারেল হাসপাতালের চিকিৎসক সংকট দ্রত সমাধান করে, তাদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতের দাবি জানিয়ে+ছেন স্থানীয়রা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি