ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

প্রকাশিত : ১১:১৮, ৩১ জানুয়ারি ২০১৯

ময়মনসিংহ সদর উপজেলায় মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলালপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল সাহা।

নিহতরা হলেন- আবদুল হামিদ মেম্বার, তার স্ত্রী সাহেরা বেগম ও তাদের ছেলে সফিকুল ইসলাম। তাদের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বলে জানা গেছে।

এসআই উজ্জ্বল সাহা আরো বলেন, হতাহতরা মাইক্রোবাসে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ছয়জন আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় আবদুল হামিদের ছেলে নুরুদ্দিন আহমদ, মেয়ে ফাতেমা বেগম ও মাইক্রোবাসের চালক কাউসার আহমদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি