ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নরসিংদী বাস খাদে পড়ে নিহত ১ আহত ১২

প্রকাশিত : ১২:০৫, ৩১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:০৯, ৩১ জানুয়ারি ২০১৯

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১২ জন। নিহত ব্যক্তির নাম স্বপন মিয়া (৪৫)। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নরসিংদী স্টেশনের উপসহকারী মো. শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ভোর ৫টায় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।

এ সময় আহত ১২ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

ওসি আরো জানান, বেপরোয়া গতি ও ঘুমচোখে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি