ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাতেই এসএসসি পরীক্ষা দিবে এই শিক্ষার্থী

প্রকাশিত : ০৯:১৫, ২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৫৯, ২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইতিহাসে এই প্রথম রাতের বেলায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধু ধর্মীয় কারণে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার  ছেলে রিকি রাতে পরীক্ষা দেওয়ার আবেদন করে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে। তার আবেদন শিক্ষা বোর্ড গ্রহণ করেছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রিকির এই পরীক্ষা আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বোর্ড। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক রিকিকে সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর অপেক্ষা করতে হবে তার পরীক্ষার জন্য বোর্ড নির্ধারিত সময় পর্যন্ত।

এ সময়ের মধ্যে কোনোভাবেই পরীক্ষা কক্ষের বাইরে বের হওয়া যাবে না এবং কারো সঙ্গে যোগাযোগও করা যাবে না। এ সময় তাকে খাবার ও পানি সরবরাহসহ শৌচাগার ব্যবহারে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হবে।

কুষ্টিয়ার কুমারখালী কেন্দ্রে পরীক্ষা দেবে ‘সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট’সম্প্রদায়ের রিকি। এটি খ্রিস্টধর্মীয় প্রটেস্ট্যান্ট ধারার একটি উপধারা। ১৮৬৩ সালের দিকে গোড়াপত্তন হওয়া নবতর এই ধর্মীয় সম্প্রদায়ের রীতিমতে শনিবার দিন কোনো কিছু না লেখার বিধান রয়েছে।

রিকি কুমারখালীর পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের এসএসসি পরীক্ষার্থী। শনিবার দিনের বেলা এই সম্প্রদায়ের কোনো কিছু না লেখার জন্য ধর্মীয় বিধান রয়েছে। এ বিষয়টি তুলে ধরে রিকি শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো রাতে নেওয়ার জন্য বোর্ড বরাবর আবেদন করে।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্মীয় বিধি বিধানের বিষয়টি আমলে নিয়ে আজ শনিবার ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলা পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেবে যশোর শিক্ষাবোর্ড। এছাড়াও পরবর্তী যেসব পরীক্ষা শনিবার পড়বে সেসব পরীক্ষার ক্ষেত্রেও রিকি একই সুবিধা পাবে বলে জানা যায়। বোর্ড নিযুক্ত প্রতিনিধি সব সময় তার সঙ্গেই থাকবেন। এবং এই সময়ের মধ্যে রিকি কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, রাতে ওই পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিব, হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পরিদর্শক ও পুলিশসহ দায়িত্বশীল সবাই দায়িত্ব পালন করবেন।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি