ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রকাশিত : ১২:১৩, ২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:৩৪, ২ ফেব্রুয়ারি ২০১৯

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ৩০ ও ৩২ বছর।

শনিবার ভোর ৪টার দিকে উপজেলার বরিয়াবহ এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মো. আলমগীর হোসেন মজুমদার জানান, শনিবার ভোরে কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় গরু চুরি করতে যায় পাঁচজন। এ সময় তারা ওই এলাকায় দুই বাড়ি থেকে ৬টি গরু চুরি করে। পরে আরেক বাড়িতে গরু চুরি করতে গেলে ওই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করে। তখন এলাকাবাসী এগিয়ে এসে ওই দুই চোরকে আটক করে গণপিটুনি দেয়। আর বাকি তিনজন পালিয়ে যায়। এতে আটক দুইজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি