ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রকাশিত : ০৮:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 

গাজীপুরের কালীগঞ্জ উপ‌জেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই ট্রাকের চালক ও হেলপার। তবে তাৎক্ষ‌ণিকভাবে তাদের প‌রিচয় জানা যায়‌নি।

শ‌নিবার রাত ১০টার দি‌কে নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়‌কে কালীগঞ্জের উলু‌খোলা নাওটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাওজোর হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ওসি অহিদুজ্জামান এ খবর নিশ্চিত করছেন। তিনি বলেন, টাঙ্গাইলগামী একটি ট্রাক কালীগঞ্জের নাওটানা এলাকায় এলে বিপ‌রীত দিক থেকে আসা এক‌টি কাভার্ডভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। এসময় আহত হন ‌হেলপার। তাকে উদ্ধার ক‌রে ঢাকার এক‌টি হাসপাতা‌লে নিলে সেখানে দায়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি