ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দেখুন ভিডিও

আজও রাষ্ট্রীয় সম্মাননা পাননি নাটোরের ভাষা সৈনিক ফজলুল হক

প্রকাশিত : ১১:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০১৯

ভাষা সৈনিক ফজলুল হক, এখন বয়সের ভারে নুয়ে পড়লেও মানুষটির তারুণ্যদীপ্ত শ্লোগানে মুখরিত ছিলো ৫২’র ভাষা আন্দোলনের সময় নাটোরের রাজপথ। কিন্তু স্বাধীনতার এতোদিনেও রাষ্ট্রীয় সম্মাননা পাননি নাটোরের ভাষা সৈনিক ফজলুল হক।

জীবন সায়াহ্নে এসেও রয়েছে তার সেই আক্ষেপ। ভাষা সৈনিক ফজলুল হক রাষ্ট্রীয় সম্মাননা পাবেন এমন দিনের অপেক্ষায় আছে তার পরিবার আর নাটোরবাসী।

১৯৩৮ সালের ২৩ জুলাই নাটোর শহরের কান্দিভিটা এলাকার এক সভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ভাষা আন্দোলনের সময় ফজলুল হক ছিলেন জিন্নাহ মডেল হাই স্কুল বর্তমানের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র। ২১ ফেব্রুয়ারি ঢাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় সারাদেশের মতো ক্ষোভে ফেটে পড়ে নাটোরের শিক্ষার্থী আর সাধারণ মানুষ। ফজলুল হকসহ আরো বেশ কয়েক জন এই আন্দোলনের নেতৃত দেন। এখনো সেসব স্মৃতি নাড়া দেয় মানুষটিকে।
তবে স্বাধীনতার এতো বছরেও রাষ্ট্রীয় কোনো সম্মাননা পাননি মহান মানুষটি।
ভাষা সৈনিক ফজলুল হক রাষ্ট্রীয় সম্মাননা পাবেন এমনটি প্রত্যাশা তার পরিবার আর নাটোরবাসীর।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি