ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

উদীচী নড়াইল জেলা শাখার ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২১:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নড়াইল জেলা শাখার ষষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম।

উদীচী জেলা শাখার সহ-সভাপতি ডা. মায়া রানী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুখেন রায়। বিশেষ অতিথি ছিলেন অপর সহ-সভাপতি বেলায়েত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা খন্দকার শওকত, সিপিবি জেলা কমিটির সভাপতি বিএম বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্জন রায় প্রমুখ। এছাড়া শহরে শোভাযাত্রা বের হয়। সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় প্রফেসর মুন্সী হাফিজুর রহমানকে সভাপতি ও সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি