ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৩ রোহিঙ্গা আটক

প্রকাশিত : ১৮:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি)।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে নায়েক মো.আবুল বাশার এর নেতৃত্বে একটি টহলদল হাবিবছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জানা গেছে, মানবপাচারকারি একটি চক্র রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে মালয়েশিয়া সাগর পথে পাচার করার জন্য টেকনাফস্থ হাবিবছড়া এলাকায় জমায়েত করে। এতে ১ জন পুরুষ, ২ জন মহিলা রোহিঙ্গা নাগরিক সাগর পাড়ে নৌকার অপেক্ষায় জড়ো হয়ে আছে। এ সময়ে টহলদল তাদেরকে ঘেরাও করে উদ্ধার করে।

পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মো.আজিজুল হক (২০), পিতা-নুর হোসেন, গ্রাম-শাহপরীরদ্বীপ বাজারপাড়া, ডাকঘর-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে সন্দেহভাজন দালাল হিসেবে আটক করা হয়।

রোহিঙ্গা নাগরিকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও জানা যায় যে, তারা বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে বসবাস করে এবং দালালদেরকে মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিল।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি